পবিত্র রমজান উপলক্ষে চাটখিল উপজেলা সকল শীর্ষ নেতৃবৃন্দদের সাথে জাহাঙ্গীর কবিরের মতবিনিময় সভা

  • আপডেট সময় : Friday, March 22, 2024
  • 396 পাঠক

মোহাম্মদ সাকিব চাটখিল (নোয়া্রখালী):-

নোয়াখালীর চাটখিলে পবিত্র রমজান উপলক্ষে উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের সাথে জাহাঙ্গীর কবিরের মতবিনিময় সভা নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, পৌরসভা, সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে, আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। ২২ মার্চ (শুক্রবার) বিকেল তিনটায় চাটখিল অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির উপস্থিত নেতৃবৃন্দকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম। এখনো আপনাদের পাশে আছি, আগামীতে ও আপনাদের পাশে থাকব। তিনি বলেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যে ঐক্যবদ্ধ, আপনাদের আজকের উপস্থিতিতে তা প্রমাণ করে। আসন্ন উপজেলা নির্বাচনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এমপি, তাকে ( জাহাঙ্গীর কবির) সমর্থন দেবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া মুক্তিযুদ্ধ কালীন বহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর কমান্ডার সাবেক এমপি প্রয়াত মাহমুদুর রহমান বেলায়েতের সহধর্মিনী ফরিদা খানম সাকী এমপি ও প্রধানমন্ত্রী সাবেক ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম তাকে সমর্থন দেওয়ায়, তিনি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। চাটখিল পৌর আওয়ামী লীগের সভাপতি ও চাটখিল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাজী শাজাহান খান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের (সুমন চৌধুরী) সঞ্চালনায় আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, মোঃ খোরশেদ আলম, মিজানুর রহমান বাবর, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব সমীর, চাটখিল বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান ( ভিপি মিজান) চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগ, চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান ভিপি লিটন) উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রোজী শাহীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামীমা আক্তার মেরি, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখালী জেলা যুবলীগের সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজ খান, প্রমুখ নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম মন্টু, চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাজিব হোসেন রাজু, চাটখিল উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন (তরুণ তপাদার), সাধারণ সম্পাদক জসীম উদ্দীন সহ আরো অনেকে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *