বিএনপির কাঁধে ভর করে বিএন পিকে ধ্বংস করতে চায় যারা তাদের প্রতিহত করতে হবে- সাহাব উদ্দিন

  • আপডেট সময় : Thursday, March 27, 2025
  • 276 পাঠক

লক্ষ্মীপুর প্রতিনিধি ‘
রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন তুর্কি বলেছেন কুচক্রীরা বিএনপির কাঁধে ভর করে রামগঞ্জে বিএনপিকে ধ্বংস করতে চায়। তিনি বিএনপি নেতাদের এসব কুচক্রের ফাদে পা না দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বুধবার বিকেলে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় পাইলট বালিকা বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও স্থানীয় সাবেক এমপি নাজিম উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে একথা বলেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ। রামগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম। দেশের বিশিষ্ট ব্যবসায়ী স্মার্ট গ্রুপের এমডি জহিরুল ইসলাম প্রমুখ।
জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে মিজানুর রহমান মিরনের সঞ্চালনায় এই ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা লিবারেল ডেমোক্রেটিক পার্টির শাহাদাত হোসেন সেলিমকে ইঙ্গিত করে বলেন লক্ষ্মীপুর১ ( রামগঞ্জ) আসনে অন্য কোন দলের লোক নয় খাঁটি বিএনপি’ দলীয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই আসনে বিএনপি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার অনুরোধ জানান দলের নীতি নির্ধারকদের কাছে।

 

 

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *