মনোহরগঞ্জের হাসনাবাদে ঘোড়া, তালা ও প্রজাতি প্রতীক প্রার্থীদের যৌথ উঠান বৈঠকে ভোটারদের গণজোয়ার

  • আপডেট সময় : Wednesday, May 1, 2024
  • 512 পাঠক

মোঃ সাকিব মনোহরগঞ্জ কুমিল্লা:-

প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ভোটের সময় ঘনিয়ে আসায় এ নির্বাচনের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে বলতে গেলে দম ফেলারও সময় নেই প্রার্থীদের কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন প্রার্থী তবে ভোটারদের আলোচনা এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মো.আবদুল মান্নান চৌধুরী তিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সরেজমিনে ঘুরে দেখা গেছে।

ভোটের মাঠের নির্বাচনী হাওয়ার পুরোটাই যেন লেগেছে মান্নান চৌধুরীর ঘোড়ার পালে আনারস প্রতীক নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো.জাকির হোসেন এবং দোয়াত কলম নিয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম ভোটের মাঠে থাকলেও তাদের প্রচার-প্রচারণায় তেমন সাড়া দেখা যায়নি ভোটারদের বলতে গেলে ভোটারসহ সাধারণ মানুষের আস্থার শীর্ষে অবস্থান করছেন মান্নান চৌধুরী তবে জাকির হোসেন ও আফরোজা কুসুম দাবি করেছেন তারা প্রচারণার সময় ভোটারদের ভালো সাড়া পাচ্ছেন।

ভোটারদের ভাষ্য মান্নান চৌধুরী একজন শিক্ষিত এবং যোগ্য ব্যক্তি। দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় নিজের ক্লিন ইমেজ ধরে রাখতে পেরেছেন তিনি এছাড়া তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন এজন্য ভোটারদের আস্থার শীর্ষে অবস্থান করছেন মান্নান চৌধুরী এ প্রসঙ্গে জানতে চাইলে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো.আবদুল মান্নান চৌধুরী বলেন আমাদের নেতা আধুনিক লাকসাম মনোহরগঞ্জ উপজেলার উন্নয়নের রূপকার মাননীয় এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম দলীয় সিদ্ধান্তে এবারের নির্বাচনে কাউকে সমর্থন দেননি কিন্তু আমার বিশ্বাস একজন কর্মী হিসেবে প্রিয় নেতার দোয়া সব সময় আমার সঙ্গে রয়েছে।

আমি প্রিয় নেতার কর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছি সেই ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করি তাই আমি নির্বাচিত হয়ে আগামী দিনে প্রিয় নেতার বিশ্বস্ত সারথী হয়ে উপজেলাটিকে এগিয়ে নিতে চাই মনোহরগঞ্জ উপজেলাকে একটি সর্বাধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই তিনি বলেন প্রচারণার শুরু থেকেই যেখানেই যাচ্ছি সেখানেই ভোটারদের ঢল নামছে। আমার প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণে মানুষ আমাকে আপন করে নিয়েছে বলতে গেলে চারদিকে এখন ঘোড়া মার্কার গণজোয়ার চলছে ইনশাআল্লাহ ভোটারদের আস্থা ও ভালোবাসা দেখে আমি সুনিশ্চিত বিজয় দেখতে পাচ্ছি।

এদিকে বুধবার বিকেলে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের আলীনকিপুর কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামিলীগের আহবায়ক সৈয়দ আবদুল মতিনের সভাপতিত্বে ও অত্র ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আবদুল মান্নান চৌধুরী ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের প্রার্থী শিরিন আক্তারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং সর্বস্থরের ভোটারদের ব্যানারে এসব উঠান বৈঠক হয় এতে ভোটারের ঢল নামতে দেখা গেছে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরু জ্জামান, আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ উপজেলা ও হাসনাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আগামী ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া, তালা ও প্রজাপতি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান ভোটারদের।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *