মোঃ সাকিব মনোহরগঞ্জ কুমিল্লা:-
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে আশা মনোহরগঞ্জ সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাম্পের উদ্বোধন করেন আশা’র সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফজলুল হক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: ইব্রাহীম ইবনুল আবিদ মেডিকেল অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলেয়মান সরকার ব্রাঞ্চ ম্যানেজার। ফয়সাল আহম্মেদ মেডিকেল এসিস্ট্যান্ট রুনা আফরোজ ষ্ট্যাটিক প্যারামেডিক্যাল, শাহাবুদ্দিন রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর, সুশান্ত চাকমা ল্যাব টেকনোলজিস্ট বৈশাখী বিশ্বাস কাউন্সিলরসহ সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্যাম্পে স্থানীয় রোগীদের- পিএলআইডি, টেনিস এলবো, স্পনডাইলোসিস, ব্যাক পেইন, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও ফ্রোজেন শোল্ডারসহ আরও বেশকিছু রোগের ফিজিওথেরাপি দেওয়া হয়।
এছাড়াও, ক্যাম্প চলাকালীন সময়ে রোগীদের বিনামূল্যে পরামর্শ সেবা, স্বাস্থ্য সেবা ও বিভিন্ন ফিজিওথেরাপি উপকরণ প্রদান করা হয়।
Leave a Reply