আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে মনোহরগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা

  • আপডেট সময় : Monday, February 21, 2022
  • 583 পাঠক

মনোহরগঞ্জ প্রতিনিধি ॥

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মনোহরগঞ্জ প্রেসক্লাব। দিবসের প্রথম প্রহরে মনোহরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা, উপজেলা উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাকি মিলন, সাবেক সদস্য সচিব নুরুন্নবী সেলিম, সদস্য বেলায়েত হোসেন ইকবাল, আবুল কালাম, আলমগীর হোসেন প্রমুখ।
বাংলা ভাষার বিকৃতি রোধে সমাজের র্সবস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলনের ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা আমাদের প্রিয় মাতৃভাষা ফিরে পেয়েছি। জাতি হিসেবে একমাত্র আমরাই ভাষার জন্য প্রাণপণে লড়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য ভীনদেশী ভাষা ও সংস্কৃতির আগ্রাসনে আজ যত্রতত্র আমাদের মাতৃভাষা বিকৃত হচ্ছে। ভাষা আন্দোলনের ৭ দশক পরে এসেও বাংলা ভাষায় ভীনদেশী ভাষার মিশ্রণ করে আমরা মাতৃভাষার মানক্ষুণ্ন করছি। বাংলা ভাষার বিকৃতি রোধে এখনই কার্যকরী পদক্ষেপ নেয়া উচিৎ বলে আমি মনে করি।’

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *